কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে নতুন করে চিকিৎসক ও নার্সের করোনা শনাক্ত

 আমিনুল ইসলাম বাবুল, তাড়াইল | ২১ জুন ২০২০, রবিবার, ২:৫৪ | তাড়াইল  


কিশোরগঞ্জের তাড়াইলে নতুন করে আরো দুইজনের করোনাভাইরাস কোভিড-১৯ শনাক্ত হয়েছে। ফলে উপজেলায় মোট কোভিড-১৯ পজেটিভ শনাক্তের সংখ্যা এখন ৬৮ জন।

মোট শনাক্ত ৬৮ জনের মধ্যে পরপর দুটি স্যাম্পল টেস্টে নেগেটিভ হওয়ায় ৫০ জনকে সুস্থ ঘোষণা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

গত ১৩ জুন ও ১৪ জুন সংগৃহীত নমুনা পরীক্ষার রিপোর্ট শনিবার (২০ জুন) রাতে পাওয়া যায়। এতে নতুন করে দুইজনের শরীরে কোভিড-১৯ ভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে।

নতুন করোনা শনাক্ত হওয়া দুইজনের মধ্যে একজন তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবং অপরজন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স।

এর মধ্যে গত ১৩ জুন সংগৃহীত নমুনা পরীক্ষার রিপোর্টে সিনিয়র স্টাফ নার্স এবং গত ১৪ জুন সংগৃহীত নমুনা পরীক্ষার রিপোর্টে মেডিকেল অফিসারের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. বদরুল হাসান রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মো. বদরুল হাসান রনি বলেন, নতুন করে দুইজনের করোনাভাইরাস কোভিড-১৯ শনাক্ত হওয়ায় উপজেলায় এ পর্যন্ত ৬৮ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ এসেছে।

তাদের মধ্যে পরপর দুটি স্যাম্পল টেস্টে নেগেটিভ হওয়ায় ইতোমধ্যে ৫০ জন করোনাভাইরাস মুক্ত হয়ে সুস্থ হয়েছেন। বাকিরা হাসপাতাল ও বাসায় আইসোলেশনে রয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর