কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় মাছ শিকারের আয়োজন করায় পুকুর মালিকের জরিমানা

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২২ জুন ২০২০, সোমবার, ১১:১৬ | পাকুন্দিয়া  


সামাজিক দূরত্ব উপেক্ষা করে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাছ শিকারের আয়োজন করায় এক পুকুর মালিককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের পাল বাড়ি এলাকায় পুকুর মালিক গণেশ সেনকে এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, সোমবার (২২ জুন) ভোর থেকে উপজেলার হোসেন্দী এলাকার গণেশ সেনের পুকুরে টিকিটের মাধ্যমে বড়শি দিয়ে মাছ শিকারের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক মাছ শিকারি অংশ নেয়।

সামাজিক দূরত্ব বজায় না রেখে পুকুরে মাছ শিকার করছেন শিকারিরা- এমন খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হন।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে পুকুর মালিককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হোসেন্দী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হামদু, পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক কাউসার মিয়া, উপজেলা ভূমি অফিসের নাজির মো. শাহ্ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান জানান, সামাজিক দূরত্ব বজায় না রেখে মাছ শিকারের আয়োজন করায় পুকুর মালিককে দ-বিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় জরিমানা করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর