কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি’র নির্দেশনায় যুবলীগ-ছাত্রলীগের বৃক্ষরোপণ

 স্টাফ রিপোর্টার | ২৫ জুন ২০২০, বৃহস্পতিবার, ৭:০৪ | কিশোরগঞ্জ সদর 


‘গাছ লাগাই, জীবন বাঁচাই’ স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির দিকনির্দেশনায় কিশোরগঞ্জে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেছে যুবলীগ ও ছাত্রলীগ।

যুবলীগ নেতা প্লাবন হাসান মোল্লার সার্বিক সহযোগিতায় এবং ছাত্রলীগ নেতা গোলাম রাফির নেতৃত্বে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৫ জুন) কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়ায় সরকারি শিশু পরিবার (বালক) প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ শেষে সরকারি শিশু পরিবার (বালক) এর উপ-তত্ত্বাবধায়ক সালমা খানমের কাছে গাছের চারা হস্তান্তর করা হয়।

এসময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যুবলীগ নেতা প্লাবন হাসান মোল্লা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এর দিকনির্দেশনায় এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে কিশোরগঞ্জ সদর উপজেলার প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপণ করা হবে বলেও প্লাবন হাসান মোল্লা জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর