কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় গাঁজা সেবনের দায়ে দুই সহোদরের জেল

 স্টাফ রিপোর্টার | ২৯ জুন ২০২০, সোমবার, ৫:৪৬ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গাঁজা সেবনের দায়ে মো. মোবারক হোসেন (২৩) ও মো. রবিন মিয়া (১৯) নামে দুই যুবকের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ জুন) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত দুই যুবক সম্পর্কে সহোদর। তারা উপজেলার পুরাতন আশুতিয়া গ্রামের মো. আবু সিদ্দিকের ছেলে।

জানা যায়, সোমবার (২৯ জুন) সকালে বাড়ির পাশে বসে গাঁজা সেবন করছিল মোবারক ও রবিন।

এ খবর পেয়ে পাকুন্দিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজা সেবনরত অবস্থায় তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে গাঁজার একটি পুরিয়া উদ্ধার করা হয়।

পরে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

সেখান থেকে তাদেরকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে উপস্থিত করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক একেএম লুৎফর রহমান তাদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাঁজাসেবনের কথা স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই দুইজনের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পাকুন্দিয়া থানার ওসি মো. মফিজুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত দুই সহোদরকে দুপুরে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর