কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীর কুখ্যাত ডাকু খোকনকে কুপিয়ে হত্যা, লাশ উদ্ধার

 মো. রফিকুল হায়দার টিটু, কটিয়াদী | ৩০ জুন ২০২০, মঙ্গলবার, ৪:১২ | কটিয়াদী 


কিশোরগঞ্জের কটিয়াদীতে কুখ্যাত ডাকাত খোকন মিয়া (৩০) কে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নির্জন স্থানে পড়ে থাকা অবস্থায় এই কুখ্যাত ডাকাতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলার আচমিতা ইউনিয়নের জাল্লাবাদ গ্রামে নিহত খোকনে বাড়ির অদূরের এক নির্জন স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত খোকন মিয়া উপজেলার আচমিতা ইউনিয়নের জাল্লাবাদ গ্রামের রাশিদ মিয়ার ছেলে।

জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) ভোরে কে বা কারা খোকনকে তার বাড়ির অদূরে নির্জন স্থানে মাথায় ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়।

সকালে এলাকাবাসী তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাচ্চু জানান, নিহত খোকন গরু চুরি, ডাকাতি, খুন, ছিনতাইসহ নানা অপকর্মের সাথে জড়িত ছিল। চক্রের ভাগবাটোয়ারা নিয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।

কটিয়াদী মডেল থানার ওসি এম,এ জলিল বলেন, নিহত খোকন মিয়ার বিরুদ্ধে খুন, ডাকাতির মামলা রয়েছে। কে বা কারা খুনের সাথে জড়িত অনুসন্ধান করা হচ্ছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদরের জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর