কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ১১৫ জন শিক্ষক-কর্মচারী পেলেন প্রধানমন্ত্রীর সহায়তা

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ৬:৪১ | পাকুন্দিয়া  


করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ১১৫ জন নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করে উপজেলা প্রশাসন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাইফুল আলমের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক-কর্মচারীদের হাতে চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান।

এসময় পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো. জসিম উদ্দীন, উপজেলা প্রকৌশলী মো. হাবিবুল্লাহ ও বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের নন-এমপিও ৭৮ জন শিক্ষক ও ৩৭ জন কর্মচারীর মাঝে ৪ লাখ ২৯ হাজার ৫শ’ টাকার চেক বিতরণ করা হয়।

প্রত্যেক শিক্ষককে পাঁচ হাজার টাকা ও প্রত্যেক কর্মচারীকে দুই হাজার ৫শ’ টাকার চেক দেওয়া হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর