কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বাজিতপুরে নন-এমপিও ২২ শিক্ষক-কর্মচারী পেলেন প্রধানমন্ত্রীর প্রণোদনা

 বাজিতপুর সংবাদদাতা | ২ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ৮:৪৯ | বাজিতপুর 


করোানভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেয়েছেন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর হাজী এডভোকেট উসমান গনি মডেল কলেজের ২২ জন শিক্ষক-কর্মচারী।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বাজিতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ্তিময়ী জামান প্রধানমন্ত্রীর চেকটি কলেজের অধ্যক্ষের প্রতিনিধির নিকট তুলে দেন।

প্রধানমন্ত্রীর শেখ হাসিনা কর্তৃক মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় ১৬ জন শিক্ষক ও ৬ জন কর্মচারীকে মোট ৩ লাখ টাকার চেক দেয়া হয়েছে।

তাদের মধ্যে প্রতিজন শিক্ষক ৫ হাজার টাকা ও প্রতিজন কর্মচারী ২৫০০ টাকার চেক পেয়েছেন।

চেক বিতরণের সময় অন্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ুন কবির ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তার খাতুন উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর