কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অটিজম সচেতনতা দিবসে কিশোরগঞ্জে র‌্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 স্টাফ রিপোর্টার | ২ এপ্রিল ২০১৮, সোমবার, ৮:৪৭ | বিশেষ সংবাদ 


“নারী ও বালিকাদের ক্ষমতায়ন, হোক না তারা অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এ উপলক্ষে সোমবার বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। র‌্যালিটি সরকারি শিশু পরিবার (বালিকা) এ গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সরকারি শিশু পরিবার (বালিকা) চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম।

অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, ডেপুটি সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদ, অধ্যক্ষ রফিকুল ইসলাম খান প্রমুখ বক্তৃতা করেন।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর