কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে পানিতে ডুবে মারা গেলো ভাই, বাঁচলো বোন

 মুহাম্মদ শাহ্ আলম, কুলিয়ারচর | ৫ জুলাই ২০২০, রবিবার, ১২:৩৮ | কুলিয়ারচর 


কিশোরগঞ্জের কুলিয়ারচরে বর্ষার পানিতে ডুবে নিরব নামে চার বছর বয়সী এক শিশু মারা গেছে। এ সময় ওই শিশুর সাথে থাকা সমবয়সী খালাতো বোনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পানিতে ডুবে মারা যাওয়া শিশু নিরব কুলিয়ারচর পৌর শহরের বরখারচর মহল্লার চা বিক্রেতা বাবুলের ছেলে। বেঁচে যাওয়া তাইয়্যেবা শফিক মিয়ার মেয়ে। সম্পর্কে তারা খালাতো ভাই-বোন।

শনিবার (৪ জুলাই) বিকালে পৌরশহরের বড়খারচর একরামপুর এলাকায় এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিকাল ৪টার দিকে বাড়ির উঠানে খেলা করছিল শিশু নিরব ও তার খালাতো বোন তাইয়্যেবা। কিন্তু হঠাৎ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোজাঁখুজির শুরু করে।

এক পর্যায়ে পাশের বাড়ির এক মহিলা গোসল করতে গিয়ে দুই শিশুকে পানিতে ভাসতে দেখেন।

খবর পেয়ে পরিবারেব লোকজন  বাড়ির পশ্চিম দিকের বর্ষার পানি থেকে দুজনকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন এবং খালাতো বোন তাইয়্যেবাকে হাসপাতালে ভর্তি করেন।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই তালুকদার সাংবাদিকদের বলেন, পানিতে ডুবে মৃত্যুর ব্যাপারে এখনো কোন খবর পাইনি। তবে খোঁজ খবর নিয়ে দেখছি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর