কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করোনা মোকাবেলায় অষ্টগ্রামে জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ

 স্টাফ রিপোর্টার | ৮ জুলাই ২০২০, বুধবার, ২:০৬ | অষ্টগ্রাম 


কিশোরগঞ্জের অষ্টগ্রামে করোনাভাইরাস কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় ডিজিটাল থার্মোমিটারে তাপমাত্রা পরিমাপের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ করা হয়ছে।

বুধবার (৮ জুলাই) সকালে পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের আখড়া বাজার এলাকায় ডিজিটাল থার্মোমিটারে মানুষের শরীরের তাপমাত্রা মেপে সন্দেহজনকদের সচেতন করা হয়। এছাড়া তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এ সময় অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক হায়দারী বাচ্চু, পূর্ব অষ্টগ্রাম ইউপি চেয়ারম্যান কাছেদ মিয়া, বাজার কমিটির সভাপতি মো. ফারুক ভূইয়া, মালয়েশিয়া আওয়ামী লীগের সাখাওয়াত হক জোসেফ প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর