কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় কিন্ডারগার্টেন শিক্ষকদের স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচী

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৮ জুলাই ২০২০, বুধবার, ২:১৫ | পাকুন্দিয়া  


করোনা মহামারির মহাদুর্যোগে ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান ও সহজ শর্তে ঋণ এবং কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দেশব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে বুধবার (৮ জুলাই) সকালে পাকুন্দিয়া উপজেলা শাখা এ কর্মসূচী পালন করে।

করোনায় ক্ষতিগ্রস্থ উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপজেলা পরিষদ গেইটের সামনে অবস্থান নেন।

উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হারুন-অর-রশিদ জুয়েল অবস্থানরত কিন্ডারগার্টেন শিক্ষকদের দাবির সাথে সহমত পোষণ করে বক্তব্য রাখেন।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি আবদুল হাই মাস্টারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল জব্বার সুমনের সঞ্চালনায় অবস্থান কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, সাবেক ছাত্রনেতা মাঈনুল হক সাবের, সংগঠনের সহ-সভাপতি এমদাদুল হক লিটন, সাধারণ সম্পাদক এটিএম খলিল উল্লাহ শাকিল, যুগ্মসাধারণ সম্পাদক আরিফুল হাসান আরজু, সদস্য কামরুল ইসলাম ও জুয়েল আহমেদ প্রমুখ।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর