কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নান্দাইলের ইউএনও কিশোরগঞ্জের কৃতী সন্তান এরশাদ উদ্দিন

 স্টাফ রিপোর্টার | ৮ জুলাই ২০২০, বুধবার, ৯:১৪ | প্রশাসন 


ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কিশোরগঞ্জের কৃতী সন্তান মো. এরশাদ উদ্দিন কে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।

মো. এরশাদ উদ্দিন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের হাত্রাপাড়া গ্রামের গর্বিত সন্তান। তাঁর পিতার নাম মো. হাবিবুর রহমান।

চার ভাই ও তিন বোনের মধ্যে সবার বড় মো. এরশাদ উদ্দিন ৩৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে চাকুরিতে যোগদান করেন।

তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে কর্মদক্ষতা ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে উপজেলা প্রশাসনের একজন যোগ্য ও দক্ষ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেন।

বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধ ব্রিগেড গঠনের মাধ্যমে ত্রিশাল উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করায় এর স্বীকৃতি হিসেবে দলগত শ্রেণিতে তিনি ২০১৮ সালে জনপ্রশাসন পদক লাভ করেন।

মো. এরশাদ উদ্দিন ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি লাভ করেন।

সর্বশেষ তিনি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর