কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অষ্টগ্রামে উন্মুক্ত বাছাইয়ের পর ভাতা কার্ড বিতরণ

 অজিত দত্ত, অষ্টগ্রাম | ৯ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ৪:০৩ | অষ্টগ্রাম 


কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে উন্মুক্ত পদ্ধতিতে যাচাই-বাছাই শেষে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী উপকারভোগীদের মাঝে ভাতা কার্ড বিতরণ করেছে উপজেলা সমাজসেবা কার্যালয়।

এর মধ্যে বুধবার (৮ জুলাই) উপজেলার ২নং কাস্তুল ইউনিয়ন পরিষদের ১৩৬ জন সুবিধাভোগী পুরুষ-মহিলার মাঝে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ করা হয়।

এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মহিবুল্লা হক, কাস্তুল ইউনিয়নের একাধিকবার নির্বাচিত সফল চেয়ারম্যান সাইফুল হক রন্টি, প্রত্যেক ওয়ার্ডের ইউপি সদস্য ও প্রতিনিধিসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কাস্তুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হক রন্টি বলেন, এই প্রথম উন্মুক্ত পদ্ধতিতে জনতার উপস্থিতিতে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী উপকারভোগী স্বচ্ছ ও সঠিকভাবে বাছাই করা হয়েছে। এতে প্রকৃত উপকারভোগীরা নির্বাচিত হয়েছেন।

জানা যায়, গত জানুয়ারী মাসে উন্মুক্ত পদ্ধতিতে এ যাচাই-বাছাইয়ের কার্যক্রম শুরু হয়েছিল। দীর্ঘদিন যাচাই বাছাই শেষে কার্ড বিতরণের মধ্য দিয়ে কাস্তুল ইউনিয়নের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা কার্ড বিতরণ কর্মসূচি শেষ হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর