কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নিকলীর হাওরে ঘুরতে এসে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

 খাইরুল মোমেন স্বপন, নিকলী | ১১ জুলাই ২০২০, শনিবার, ৭:৫৬ | নিকলী  


কিশোরগঞ্জের নিকলীর হাওরে বেড়াতে এসে গোসল করতে নেমে মারা গেছে মেহেদী হাসান (১৬) নামে নরসিংদীর এক স্কুল ছাত্র। শনিবার (১১ জুলাই) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলা সদরে বেড়িবাঁধ এলাকায় হাওরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সে।

প্রায় এক ঘন্টা পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্থানীয় ডুবুরিরা তার মরদেহ হাওর থেকে উদ্ধার করে।

মেহেদী হাসান নরসিংদীর শিবপুর উপজেলা সদরের মুজিবুর রহমানের ছেলে ও শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয়রা জানায়, শনিবার (১১ জুলাই) বিকেলে মেহেদী তার ১০ বন্ধুকে নিয়ে নিকলীর হাওরে বেড়াতে আসে। তারা কেউ সাঁতার জানত না। বেড়িবাঁধ এলাকায় তারা টিউব ভাড়া নিয়ে হাওরের পানিতে গোসল করতে নামে।

এ সময় মেহেদী, আল-আমিন ও রাব্বী একটি টিউব ধরে সাঁতার কাটছিল। এক পর্যায়ে মেহেদী টিউব থেকে ছিটকে গিয়ে নিখোঁজ হয়।

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ বেড়িবাঁধ এলাকার প্রায় ৩০-৪০ফুট দূর থেকে মেহেদীর মরদেহ উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে স্কুল ছাত্র মেহেদীর পরিবারের লোকজন নিকলীতে আসে। পরে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর