কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


গফরগাঁওয়ে কোচিং সেন্টারের ১২ শিক্ষক আটক, মুচলেকা দিয়ে মুক্তি

 মতিউল আলম, ময়মনসিংহ | ৩ এপ্রিল ২০১৮, মঙ্গলবার, ৯:১৫ | বিজ্ঞাপন 


ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ১২ জন শিক্ষককে আটক করার পর মুছলেকা নিয়ে মুক্তি দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল ৭ টা থেকে ৮ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমান এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান জানান, অভিযান চলাকালে বিদ্যাপিঠ কোচিং সেন্টারের শিক্ষক তালহা জোবায়ের (২৫), জাবের আহমেদ (২২), মজিবুর রহমান (২৮), জান্নাতুল ফেরদৌস (২৮) ও আমির আহমেদ (২৪), স্টার কোচিং সেন্টারের শিক্ষক আল আমিন (২৯), সিরাজুল ইসলাম (৬০) ও লিটন চন্দ্র রায় (২৫) এবং মডার্ণ একাডেমির নাসির হায়দার (৫০), মুনমুন ঘোষ (২৬) ও কামরুল ইসলাম (৫০) কে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাদেরকে মুছলেকা নিয়ে মুক্তি দেয়া হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর