কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বাজিতপুরে কাঁচা মরিচের কেজি ২০০ টাকা

 বাজিতপুর সংবাদদাতা | ২১ জুলাই ২০২০, মঙ্গলবার, ৭:৩১ | বাজিতপুর 


কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহর এবং উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে কাঁচা মরিচ এখন ২০০ টাকা কেজি এবং কোথাও কোথাও এর বেশি দামেও বিক্রি হচ্ছে।

কাঁচা মরিচের এই চড়াদামের কারণে মধ্যবিত্ত এবং নিম্ন-মধ্যবিত্ত পরিবারের লোকজন বিপাকে পড়েছেন। দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়া অনেকেই প্রয়োজনের তুলনায় অনেক কম পরিমাপে কাঁচা কিনছেন।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার সবচেয়ে বড় মোকাম পিরিজপুর বাজারে ও মধ্যবর্তী মোকাম বাজিতপুর পৌরসভার পৌরবাজারের গেলে ব্যবসায়ীরা জানান, অতিবৃষ্টি ও বন্যার কারণে কাঁচা মরিচের আমদানি কমে যাওয়ার কারণে দাম বেড়েছে।

তারা জানিয়েছেন, কৃষকের নিকট থেকে প্রতি কেজি কাঁচা মরিচ ১৭০ থেকে ১৮০ টাকায় ক্রয় করতে হচ্ছে। ফলে ২০০ টাকা দরে বিক্রি করলেও তেমন একটা লাভ হচ্ছে না।

এছাড়া বর্ষার কারণে উঁচু অঞ্চলে মরিচের গাছগুলো মরে গেছে। ফলে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে।

এসব কারণে গত ১৫ দিনে কাঁচা মরিচের দাম ৮-১০ গুণ বেড়ে গেছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর