কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ৬ দফা দাবিতে কিন্ডারগার্টেন এসোসিয়েশন ঐক্যজোটের স্মারকলিপি

 স্টাফ রিপোর্টার | ২১ জুলাই ২০২০, মঙ্গলবার, ৮:১৮ | শিক্ষা  


করোনা মহামারির মহাদুর্যোগে ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেন স্কুলসমূহ টিকিয়ে রাখার জন্য উদ্যোক্তাগণকে প্রণোদনা/ সহজ শর্তে ঋণ প্রদান এবং করোনা সংকটে দুর্ভোগে পড়া কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও কর্মচারীদের বিশেষ অনুদান প্রদান সহ ৬ দফা দাবিতে কিশোরগঞ্জে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ঐক্যজোট কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ এই স্মারকলিপি প্রদান করেন।

জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমান স্মারকলিপি গ্রহণ করেন।

এর আগে অনুষ্ঠিত মানববন্ধনে কিন্ডারগার্টেন স্কুলের বিভিন্ন সমস্যা ও সরকারের প্রতি ৬ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ঐক্যজোট কিশোরগঞ্জ জেলা শাখার আহবায়ক কোহিনূর আফজল ও সদস্য সচিব মো. শহিদুল ইসলাম খোকন।

এছাড়া মানববন্ধনে উপস্থিত হয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক বক্তব্য রাখেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর