kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

কনস্টেবলপুত্র সালমান ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে স্টাফ রিপোর্টার | ৩ এপ্রিল ২০১৮, মঙ্গলবার, ১১:৫২ | শিক্ষা  


পুলিশ পরিবারের কৃতী শিক্ষার্থী হিসেবে সৈয়দ মোহাম্মদ সালমান ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেয়েছে। ২০১৭ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে এই ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেছে সালমান। জিপিএ-৫ পাওয়া সালমান সর্বমোট ৫৭৩ নম্বর পেয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে।

সে কিশোরগঞ্জ শহরের প্রফেসর সামসুল হক বিদ্যানিকেতন এর ছাত্র হিসেবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছিল।

সালমানের বাবা সৈয়দ মোহাম্মদ আরমান কিশোরগঞ্জ জেলা পুলিশের একজন সদস্য এবং মা সুফলা বেগম একজন গৃহিণী।

সালমানের এই কৃতিত্বপূর্ণ অর্জনে উচ্ছ্বসিত তার পরিবার। সালমান ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়। সন্তানের ভবিষ্যত সফলতার জন্য মা ও বাবা সকলের নিকট দোয়া চেয়েছেন।
[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবরসেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ