কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় যুবদলের দুই ইউনিট কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২৫ জুলাই ২০২০, শনিবার, ৩:১৪ | রাজনীতি 


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গত ১৭ মার্চ ঘোষিত দুই ইউনিট উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটির উপর স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (২৪জুলাই) কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু’র নির্দেশক্রমে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক আজিজুর রহমান স্বাক্ষরিত সংগঠনটির প্যাডে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

এর মধ্য দিয়ে পূর্বে ঘোষিত উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটি বহাল রয়েছে।

গত ১৭ মার্চ মিজানুর রহমান খাঁন সুমনকে আহ্বায়ক ও রাকিবুল আলম ছোটনকে প্রথম যুগ্মআহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা এবং মো. আলমগীর হোসেনকে আহ্বায়ক ও মশিউল হক উজ্জলকে প্রথম যুগ্মআহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট পৌর শাখা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান (জিএস শরীফ) ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন।

এর দুই দিন পর কেন্দ্রীয় যুবদল পাকুন্দিয়া উপজেলা ও পৌরশাখা যুবদলের আহ্বায়ক কমিটি স্থগিত ঘোষণা করেন।

স্থগিতাদেশ প্রত্যাহারের বিজ্ঞপ্তিতে নতুন আহ্বায়ক কমিটিকে আগামি ৩০ দিনের মধ্যে অধীনস্থ ইউনিট সমূহের সাংগঠনিক কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ প্রদান করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর