কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ

 স্টাফ রিপোর্টার | ২৬ জুলাই ২০২০, রবিবার, ১০:০২ | পাকুন্দিয়া  


বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) পাকুন্দিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।

এতে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি এডভোকেট আব্দুল আউয়াল।

এ সময় অন্যান্যের মধ্যে জেলা কৃষক লীগের সহ-সভাপতি নেছার উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক কায়সার আহমদ লিংকন, দপ্তর সম্পাদক দীপক দাস, অর্থ সম্পাদক হুমায়ুন কবির, সম্পাদকমণ্ডলীর সদস্য বোরহানউদ্দিন, নূর হোসেন, চান মিয়া, জেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফলদ বনজ ও ঔষধি গাছের ২৫০টি চারা বিতরণ ও রোপণ করা হয়।

পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে গাছের চারা তুলে দেওয়া হয় ও পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর