কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে জুয়ার আসরে র‌্যাবের অভিযানে দেড় লাখ টাকাসহ ৯ জুয়াড়ি আটক

 স্টাফ রিপোর্টার | ২৮ জুলাই ২০২০, মঙ্গলবার, ১০:৫৬ | অপরাধ 


কিশোরগঞ্জে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ দেড় লাখ টাকা ও দুই বান্ডিল তাসসহ ৯ জুয়াড়িকে আটক করেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ব্রাহ্মণকচুরী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটক হওয়া ৯ জুয়াড়ি হচ্ছে, মো. মিঠুন মিয়া (৩২), মো. জাকিরুজ্জামান (৪০), মো. জাকির হোসেন ভুট্টু (৪৭), মো. শহিদ মিয়া ওরফে ময়না (৪৮), মো. এনামুল হক (৪৯), মো. জিয়াউর রহমান সেলিম (৩৫), মো. কাইয়ুম (৩৬), মো. আশরাফুল ইসলাম (২৬) ও আশরাফুল আকন্দ (২৪)।

তাদের মধ্যে মো. মিঠুন মিয়া জেলার কুলিয়ারচর পৌরসভার আশ্রবপুর গ্রামের হেলন মিয়ার ছেলে, মো. জাকিরুজ্জামান হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামের মৃত আক্তারুজ্জামানের ছেলে, মো. জাকির হোসেন ভুট্টু ভৈরব পৌরসভার ভৈরবপুর গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে, মো. শহিদ মিয়া ওরফে ময়না ভৈরবপুর গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে, মো. এনামুল হক কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকার মৃত নুরুল হকের ছেলে, মো. জিয়াউর রহমান সেলিম ভৈরবের কমলপুর দক্ষিণপাড়া পঞ্চবটির মৃত সামসুল হকের ছেলে, মো. কাইয়ুম কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের কড়িয়াইল গ্রামের আব্দুল হাশিমের ছেলে, মো. আশরাফুল ইসলাম ময়মনসিংহ জেলার পাগলা থানার উস্তি ইউনিয়নের নয়াবাড়ি গ্রামের মৃত মফিজউদ্দিনের ছেলে এবং আশরাফুল আকন্দ একই থানার দত্তেরবাজার ইউনিয়নের কন্যমন্ডল গ্রামের আব্দুল মজিদের ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউপির ব্রাহ্মণকুচুরী গ্রামের নুরুল ইসলামের ভিটা জঙ্গলের ভেতর কতিপয় লোক টাকার বিনিময়ে জুয়া খেলছে।

এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য র‌্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

এরই প্রেক্ষিতে মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল সোয়া ৬টার দিকে সেখানকার জুয়ার আসরটিতে র‌্যাব অভিযান পরিচালনা করে।

অভিযানে জুয়া খেলার নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা, ১১টি মোবাইল সেট ও দুই বান্ডিল তাস’সহ এই ৯ জুয়াড়িকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জুয়াড়িরা দীর্ঘদিন যাবৎ এলাকায় টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিল বলে স্বীকার করে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর মডেল থানায় প্রেরণ করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর