কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করোনায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে নিজেই আক্রান্ত মেডিকেল টেকনোলজিস্ট মোবারক

 স্টাফ রিপোর্টার | ২৯ জুলাই ২০২০, বুধবার, ১১:৫৮ | কিশোরগঞ্জ সদর 


করোনাভাইরাস কোভিড-১৯ মোকাবেলায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে গিয়ে নিজেই করোনাভাইরাস সংক্রমণের শিকার হয়েছেন মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি) মোবারক হোসেন।

বুধবার (২৯ জুলাই) রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে তার কোভিড-১৯ পজেটিভ এসেছে।

করোনা শনাক্ত হওয়া মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি) মোবারক হোসেন একজন স্বেচ্ছাসেবক হিসেবে কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে নমুনা সংগ্রহ করে আসছিলেন।

গত কয়েকদিন যাবৎ জ্বরে আক্রান্ত হওয়ায় গত মঙ্গলবার (২৮ জুলাই) তিনি নিজের নমুনা প্রদান করেন। বুধবার (২৯ জুলাই) রাতে নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায় এবং এতে তার কোভিড-১৯ পজেটিভ এসেছে।

জানা গেছে, করোনায় স্বেচ্ছাসেবক হিসেবে মোবারক হোসেনই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এদিকে বুধবার (২৯ জুলাই) রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে জেলায় মোট ২৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৪ জনই কিশোরগঞ্জ সদর উপজেলার।

সাম্প্রতিক সময়ে জেলার মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলা। এখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে নতুন রোগী শনাক্তের সংখ্যা।

সর্বশেষ বুধবার (২৯ জুলাই) দিবাগত রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে কিশোরগঞ্জ সদর উপজেলায় মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি) মোবারক হোসেনসহ নতুন করে ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ফলে এ পর্যন্ত কিশোরগঞ্জ সদর উপজেলায় ৫৬৯ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৫৩ জন। মারা গেছেন ৭ জন।

সুস্থ ও মৃত ব্যক্তিদের বাদ দিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলায় বর্তমানে ১০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর