কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বিশিষ্ট সমাজসেবক-শিক্ষানুরাগী আওলাদ হোসেনের ইন্তেকাল

 স্টাফ রিপোর্টার | ১ আগস্ট ২০২০, শনিবার, ৫:১৩ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জ শহরের গাইটাল শিক্ষকপল্লী এলাকার মডেল বয়েজ হাইস্কুল এবং মডেল গার্লস হাইস্কুলের পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও ঠিকাদার মো. আওলাদ হোসেন (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি সদরের রশিদাবাদ ইউনিয়নের মরহুম ইসমাইল হোসেন কন্ট্রাক্টর সাহেবের দ্বিতীয় ছেলে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, আত্মীয় স্বজন ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের বড় মেয়ে ফারজানা হোসেন সিমু ফার্মাসীতে লেখাপড়া শেষ করে বর্তমানে আমেরিকা প্রবাসী এবং ছোট মেয়ে আফসানা হোসেন মিম রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রথম বর্ষের ছাত্রী।

আওলাদ হোসেন একাধিক প্রতিষ্ঠানের ঠিকাদার ছিলেন এবং অত্যন্ত সুনাম ও সততার সাথে ঠিকাদারি পেশায় নিয়োজিত ছিলেন।

শহরের দুইটি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে তিনি অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে শিক্ষা প্রতিষ্ঠান দুটি পরিচালনা করে আসছিলেন।

তিনি ছিলেন একজন নিরব দানশীল ব্যক্তি, এলাকার গরিবদুঃখী মানুষের পরম বন্ধু।

তাঁর মৃত্যুতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রশিক্ষক সহ এলাকার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (১ আগস্ট) ঐতিহাসিক পাগলা মসজিদ ও গাইটাল সীমান্ত মসজিদে ঈদ নামাজ শেষে আলাদা দুটি জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরহুম আওলাদ হোসেনকে পৌর গোরস্থানে দাফন করা হয়।

জানাজা ও দাফনে সর্বস্তরের মানুষ অংশ নেন।

উল্লেখ্য, মরহুম আওলাদ হোসেন সিনিয়র আইনজীবী ও সাংবাদিক শেখ মাসুদ ইকবাল এর আপন চাচা শ্বশুর।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর