কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বিদ্যুৎ পেলেন কিশোরগঞ্জের নয় শতাধিক প্রান্তিক মানুষ

 স্টাফ রিপোর্টার | ৫ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার, ৯:৫৬ | কিশোরগঞ্জ সদর 


৩১ বছর পর প্রত্যাশা পূরণ হলো কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের ঝিকরজোড়া ও বাদে কড়িয়াইল গ্রামবাসীর। গ্রাম দু’টির প্রান্তিক নয় শতাধিক মানুষ পেলেন বহুল প্রতীক্ষিত বিদ্যুৎ। বৃহস্পতিবার হাজারো মানুষের উপস্থিতিতে গ্রাম দু’টিতে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। এতে বিদ্যুতের আলোয় আলোকিত হওয়ার সুযোগ পেয়েছেন এই দুই গ্রামবাসী। বিকালে ঝিকরজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিদ্যুতায়ন অনুষ্ঠানে তাই প্রত্যেকের মুখে ছিল খুশির ঝিলিক।

কর্শাকড়িয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম এর সভাপতিত্বে বিদুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ সাদী, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি ছাদেকুর রহমান ছাদেক, এজিএম রেজাউল করীম, কর্শাকড়িয়াইল ইউপি চেয়ারম্যান বদরুদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান মোখলেছ উদ্দিন, মহিনন্দ ইউপি চেয়ারম্যান মনসুর আলী প্রমুখ।

অনুষ্ঠানে পল্লী বিদ্যুৎ লাইনের সুইচ টিপে বিদ্যুৎ বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জীবন।

এ সময় জনপ্রতিনিধি, ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাহকেরা উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর