কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে লিমন

 অজিত দত্ত, অষ্টগ্রাম প্রতিনিধি | ৫ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার, ১০:৫৯ | অষ্টগ্রাম 


হাওর উপজেলা অষ্টগ্রামের কৃতী শিক্ষার্থী হিসেবে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেয়েছে মো. মারুফ আহম্মেদ লিমন। ২০১৭ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অর্জিত ফলাফলের ভিত্তিতে লিমন এই ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেছে। পশ্চিম অষ্টগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র হিসেবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে লিমন মোট ৫২৪ নম্বর পেয়েছিল।

মো. মারুফ আহম্মেদ লিমনের বাবা কালাম মাহামুদ কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার এলজিইডি হিসাব সহকারী পদে কর্মরত ও মা মোছাম্মৎ লিলি বেগম একজন আদর্শ গৃহিণী।

তিন ভাই বোনের মধ্যে লিমন দ্বিতীয়। লিমন লেখাপড়া শিখে ভবিষ্যতে একজন প্রকৌশলী হতে চায়। এজন্যে তার বাবা-মা সকলের কাছে দোয়া কামনা করেছেন। লিমনের দেশের বাড়ী পাবনা জেলার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের পাচুড়িয়া গ্রামে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর