কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পরিচয় মিলেছে সেই শিশুর, নানা বাড়ি গিয়ে নিখোঁজ হয় সে

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৬ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ১০:১২ | পাকুন্দিয়া  


পরিচয় মিলেছে রাস্তার পাশে পাওয়া সেই শিশুর। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন পোর্টালে শিশু উদ্ধারের খবরটি ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে পড়ে ওই শিশুর পরিবারের।

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকালে পাকুন্দিয়া থানায় এসে শিশুটিকে নিয়ে যায় তাঁর পরিবার।

এমন তথ্য জানিয়েছেন পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া।

ওই শিশুর নাম তাওসীফ আলম। সে উপজেলার বাহাদিয়া এলাকার শরীফুল আলমের ছেলে।

এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার পুলেরঘাট বাজার এলাকা থেকে ওই শিশুটিকে উদ্ধার করে পাকুন্দিয়া থানা পুলিশ।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া জানান, বুধবার (৫ আগস্ট) নানার বাড়ি উপজেলার চিলাকাড়া চরপাড়া গ্রামে যায় শিশু তাওসীফ আলম।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে পরিবারের লোকজনের অজান্তে বাড়ি থেকে বের হয় সে। পরে হাঁটতে হাঁটতে পুলেরঘাট বাজার এলাকায় চলে যায়।

এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদছিল শিশুটি। বিষয়টি নজরে পড়ায় স্থানীয় এক দোকানদার তাকে তার দোকানে নিয়ে নাম পরিচয় জানতে চায়।

কিন্তু শিশুটি কিছুই বলতে পারছিল না। পরে বিষয়টি পুলিশকে বিষয়টি জানান ওই দোকানদার।

খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন পরিদর্শক (তদন্ত)।

পরে বিষয়টি নজরে পরে তাওসীফ আলমের পরিবারের। এরই প্রেক্ষিতে বিকালে শিশুটির বাবা ও নানা থানায় এসে সঠিক পরিচয় দিয়ে সন্তানকে তাদের সাথে নিয়ে যায়।

এসময় থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাওসীফের বাবা শরীফুল আলম ও নানা মুনিরুজ্জামান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর