কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের সিসিইউ চালুসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মানববন্ধন

 স্টাফ রিপোর্টার | ১৭ আগস্ট ২০২০, সোমবার, ৩:৪৯ | স্বাস্থ্য 


কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বন্ধ হয়ে যাওয়া করোনারী কেয়ার ইউনিট (সিসিইউ) পুনরায় চালু, ২৪ ঘণ্টা প্যাথলজি চালু রাখা এবং চিকিৎসক-নার্সসহ জনবল নিয়োগ দেয়ার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার তিন দফা দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বাম গণতান্ত্রিক জোট জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জোটের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা ছাড়াও নানা শ্রেণি পেশার লোকজন অংশ নেন।

মানববন্ধনে স্বাস্থ্যখাতে লুটপাট-দুর্নীতি ও মানুষের জীবন-মরণের সমস্যাকে পুঁজি করে ব্যবসা করার প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের বিচার দাবি করে বক্তৃতা করেন জেলা বাসদের সমন্বয়ক অ্যাডভোকেট শফীকুল ইসলাম, জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির জেলার সদস্য সচিব আবুল হাশেম বিএসসি, জেলা বাসদ নেতা অ্যাডভোকেট মাসুদ আহমেদ প্রমুখ।

এ সময় জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, জেলা বাসদ নেতা অ্যাডভোকেট সোহেল রানা, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুল হুদা দুলালসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বক্তাগণ কোভিড রোগীর বিনামূল্যে চিকিৎসাসহ হাসপাতালে জনগণের সার্বিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষে করোনারী কেয়ার ইউনিট (সিসিইউ) ও ২৪ ঘণ্টা প্যাথলজি চালু রাখার দাবি জানান।

এ সময় তারা অভিযোগ করেন, সরকারি ওষুধ সরবরাহ থাকলেও হাসপাতাল থেকে বিনামূল্যের অনেক প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় না। এছাড়া হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-নার্স না থাকায় চিকিৎসাসেবা দারুণভাবে ব্যাহত হচ্ছে। এ সমস্যা দীর্ঘদিনের হলেও সমস্যা সমাধানে উর্ধ্বতন কর্তৃপক্ষ কার্যকরী কোনো প্রদক্ষেপ নিচ্ছে না।

মানববন্ধন কর্মসূচি পালন শেষে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে গৌরাঙ্গবাজার এলাকায় কমিউনিস্ট পার্টির কার্যালয়ে গিয়ে শেষ হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর