kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

চিরনিদ্রায় সাংবাদিক হারুন হামিদ


 স্টাফ রিপোর্টার | ৭ এপ্রিল ২০১৮, শনিবার, ১:৩৬ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক ও সাংবাদিক আলহাজ্ব হারুন হামিদ (৫৮) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শহরের খরমপট্টি এলাকার বাসায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে সেখানে ভর্তি করা হয়।

হারুন হামিদ ইংরেজি দৈনিক দ্যা ইন্ডিপেন্ডেন্ট ও ডেইলি সান এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে কাজ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ আসর শহরের ঐতিহাসিক শহীদী মসজিদে নামাজে জানাজা শেষে শোলাকিয়া এলাকার বাগে জান্নাত কবরস্তানে দাফন করা হবে।

সাংবাদিক হারুন হামিদের মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ