কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নিকলীতে আবারও পপি’র খাদ্য সহায়তা পেয়ে খুশি ২০০ অতিদরিদ্র পরিবার

 স্টাফ রিপোর্টার | ১৯ আগস্ট ২০২০, বুধবার, ৮:৩২ | নিকলী  


বেসরকারী উন্নয়ন সংস্থা পপি ক্ষুদ্র ভাসমান বিদ্যালয় প্রকল্পের আওতায় দাতা সংস্থা লার্নিং ফর লাইফ এর সহযোগিতায় কিশোরগঞ্জের নিকলীতে কোভিড-১৯ মোকাবেলায় ২য় দফায় ২০০ দরিদ্র ও অতি দরিদ্র অসহায় পরিবারের মাঝে জরুরী ত্রাণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) উপজেলার ছাতিরচর ইউনিয়নের দরিদ্র ও অতি দরিদ্র অসহায় ২০০টি পরিবারের মাঝে এসব জরুরী ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ৫ কেজি আলু, ১ লিটার সোয়াবিন তেল, ৫টি মাস্ক, ২টি সাবান এবং একটি করে বালতি ও মগ।

এছাড়া সকলের মাঝে করেনা বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জামাল উদ্দিন।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্টআইনজীবী মো. শাহজাহান, ছাতিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়ার খান।

এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

২য় বার ত্রাণ সামগ্রী পাওয়ায় এলাকাবাসী ও উপকারভোগীরা পপিকে ধন্যবাদ জানান। পাশাপাশি তারা দূর্যোগকালীন সময়ে ত্রাণ বিতরন অব্যাহত রাখার জন্য দাতা সংস্থা, সরকার ও পপি’কে অনুরোধ করেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার সিংপুর ইউনিয়নের ২০০ পরিবারের মাঝে একই পরিমাণ ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

প্রসঙ্গত, এর আগে গত জুন মাসে ২৪০টি পরিবারের মাঝে পপি খাদ্য সামগ্রীসহ বিভিন্ন উপকরণ বিতরণ করে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর