কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীসহ ১৬ জনের জরিমানা

 মিছবাহ উদ্দিন মানিক, হোসেনপুর | ২০ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ৮:০১ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে সরকারি নির্দেশনা উপেক্ষা করে মাস্ক ব্যবহার না করাসহ নানা অপরাধে ব্যবসায়ীসহ ১৬ জনকে মোট ১৬টি মামলায় মোট ২৫ হাজার ৮শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে হোসেনপুর পৌর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে হোসেনপুর থানার পুলিশ সদস্য ও উপজেলা মৎস্য অফিসের লোকজন সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে হোসেনপুর পৌর এলাকায় সরকারি নির্দেশনা মোতাবেক সকলের মাস্ক ব্যবহার নিশ্চিতকরণসহ বিভিন্ন আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন ২০১০, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০, সড়ক পরিবহন আইন ২০১৮ এবং সরকারি আদেশ অমান্যকরণে দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬ জনকে ১৬টি মামলায় সর্বমোট ২৫ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে করোনা ভাইরাস প্রতিরোধ এবং মৎস্য সম্পদের বৃদ্ধিতে এই ধরণের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে বলেও তিনি জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর