কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে পিকআপসহ তিন গরু চোর গ্রেপ্তার, ২টি গরু উদ্ধার

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ২৪ আগস্ট ২০২০, সোমবার, ৫:১৬ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে পিকআপসহ তিন গরু চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) সকালে হোসেনপুর-কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলীর নেতৃত্বে ভৈরব ফেরিঘাট এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

এ সময় একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৪-৮৭৫৭) এবং ২টি চোরাই গরু জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া তিন গরু চোর হচ্ছে, কটিয়াদী উপজেলার ভোগপাড়া গ্রামের মৃত রবিউল আলমের ছেলে মোবারক মিয়া, পাকুন্দিয়া উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে শামছুউদ্দিন ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামের মোস্তফার ছেলে মো. শামিম মিয়া।

উদ্ধার হওয়া গরুর মালিক সৌদি ফেরত মিজানুর রহমান খবর পেয়ে হোসেনপুর থানায় গিয়ে নিশ্চিত হন, গরু ২টি তারই।

তিনি জানান, শনিবার (২২ আগস্ট) রাত ১২টার পর তার গোয়াল থেকে ২টি ষাঁড় গরু চুরি হয় যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

তিনি উপজেলার পুমদি ইউনিয়নের নান্দানিয়া গ্রামের মৃত কাছম আলীর ছেলে।

গরু উদ্ধারের খবরে এ সময় গরু চুরি হওয়া অন্যান্য কৃষকরাও ছুটে আসেন।

এ সময় উপজেলার নান্দানিয়া এলাকার মনিরউদ্দিন ও আনুহা গ্রামের শাহজাহান জানান, তাদেরও ৩টি গরু ২ দিন আগে চুরি হয়েছে যা উদ্ধার করা সম্ভব হয়নি।

হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী জানান, এ ঘটনায় উদ্ধার হওয়া গরুর মালিক মিজানুর রহমান একটি মামলা দায়ের করেছেন। এর মাধ্যমে আন্ত:জেলার চোরচক্রের অন্যদেরও চিহিৃত করে তাদেরও আইনের আওতায় আনা সম্ভব হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর