কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ

 রাজন সরকার, পাকুন্দিয়া | ২৬ আগস্ট ২০২০, বুধবার, ১:৫২ | কৃষি 


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে রোপা আমন কমিউনিটি বীজতলার উৎপাদিত চারা কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার আঙ্গিয়াদী আদিত্যপাশা গ্রামে ৬৬ জন কৃষকের মাঝে চারা বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হাসান আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে রোপা আমন চারা তুলে দেন।

এ সময় উপজেলা কৃষি অফিসার মো. সাইফুল হাসান আলামিন, উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. হামিমুল হক সোহাগ, মোশারফ হোসেন, খায়রুন্নাহার পলি, জহিরুল ইসলাম জনি, শফিকুল আলম সোহাগ, বজলুল হক, মো. আফাজ উদ্দিন, শাহিনূর প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হাসান ও উপজেলা কৃষি অফিসার মো. সাইফুল হাসান আলামিন আঙ্গিয়াদী ব্লকে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপনকৃত রোপা আমন ধানের জমি পরিদর্শন করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর