কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নিকলী মাতিয়ে এলো ভোরের আলো সাহিত্য আসর

 স্টাফ রিপোর্টার | ২৬ আগস্ট ২০২০, বুধবার, ১০:৪১ | সংগঠন সংবাদ 


কিশোরগঞ্জের অন্যতম সাহিত্য সংগঠন ভোরের আলো সাহিত্য আসর নিকলী মাতিয়ে এসেছে। বুধবার (২৬ আগস্ট) দিনব্যাপী হাওরবেষ্টিত নিকলী উপজেলার ছাতিরচর ও নিকলী বেড়িবাঁধসহ বিভিন্ন স্থানে ভোরের আলো সাহিত্য আসরের ৬২৮তম তম সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।

হাওরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ সাহিত্যোর এ টিম পুঁথিপাঠ, কবিতা আবৃত্তি ও গানে গানে মুখরিত করে।

ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মো. রেজাউল হাবীব রেজার নেতৃেত্ব বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আসরে অংশ নেন সংগঠনের সভাপতি নাট্যকার মো. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী, পুঁথিকার এসএম নাজমুল আলম, দন্ত চিকিৎসক হীরা মিয়া, সাংবাদিক শামসুল মালেক চৌধুরী লিটন, ডা. মোবারক হোসেন খান, কবি জুয়েল মাহমুদ সুজন, শিল্পী মাজহারুল ইসলাম, শাহীন, আনতারা, রীমাসহ আরও অনেকেই।

সাহিত্য আসরটি প্রথমে নিকলী বেড়িবাঁধ এলাকায় সাহিত্যসভা করে। পরে নিকলীর ছাতিরচরের বটতলায় ও হাওরের বিভিন্ন স্থানে গানে-কবিতায় মাতিয়ে রাখে।

হাওরের উত্তাল ঢেউয়ের সাথে কবি, সাহিত্যিক, পুঁথিকার, লেখক, সাংবাদিক ও শিল্পীদের পরিবেশনা উদ্বেলিত করে সবাইকে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর