কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে নিরাপদ অভিবাসন বিষয়ে প্রেস ব্রিফিং-সেমিনার

 মো. রফিকুল হায়দার টিটু, কটিয়াদী | ২৭ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ৬:২৫ | কটিয়াদী 


বিগত নির্বাচনে বর্তমান সরকারের নির্বাচনী ইসতিহারে ঘোষিত নিরাপদ, নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিতকরণের লক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছা।

এতে মূল বক্তব্য উপস্থাপন করেন কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ হারুন আল মামুন।

সেমিনারে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইনউদ্দিন বক্তব্য রাখেন।

পরে নিরাপদ অভিবাসন ও প্রবাসে যেতে আগ্রহী যুবক ও যুব মহিলাদের নানাবিধ সমস্যা, দালালের দৌরাত্ম ও হয়রানি থেকে মুক্তি ও এর প্রতিকার নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অধ্যক্ষ হারুন আল মামুন।

সেমিনারে কটিয়াদী রিপোর্টার্স ইউনিটি, কটিয়াদী প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর