kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি মাহবুব বিশেষ প্রতিনিধি | ৮ এপ্রিল ২০১৮, রবিবার, ১২:২৯ | ময়মনসিংহ  


ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ফুলপুর থানার ওসি একেএম মাহবুব আলম। এছাড়া শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন একই থানায় কর্মরত এসআই মো. সুমন মিয়া।

শনিবার জেলা পুলিশ লাইন্সের হল রুমে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম ফুলপুর থানার ওসি মাহবুব আলম ও এসআই সুমন মিয়া এর হাতে সনদ তুলে দেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, এস এ নেওয়াজী পিপিএম ছাড়াও জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুরি, ডাকাতি, ছিনতাই, বাল্যবিয়ে প্রতিরোধ, ওয়ারেন্ট তামিলসহ আইনশৃঙ্খলার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় ফুলপুর থানার ওসি মাহবুব আলম ও এসআই সুমন মিয়াকে শ্রেষ্ঠত্বের সনদ দেয়া হয়।
[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]


এ বিভাগের আরও খবর

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ