কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে প্রশাসনের হস্তক্ষেপে একদিনে দু’টি বাল্যবিয়ে বন্ধ

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ৪ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার, ৭:২০ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে প্রশাসনের হস্তক্ষেপে একদিনে দু’টি বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে। পৃথক দু’টি বাল্যবিয়ে আয়োজনের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএসএম জাহিদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান।

এর মধ্যে উপজেলার সিদলা ইউনিয়নের সুরাটি গ্রামে অষ্টম শ্রেণির ছাত্রীর (১৫) সাথে পাশের ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আলামিনের ছেলে শিমুলের বিয়ের আয়োজন করা হয়।

কনের পিতা-মাতাকে বাল্যবিয়ের কুফল বুঝিয়ে কনের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে মুচলেকায় বিয়ে বন্ধ করে দেন ইউএনও এএসএম জাহিদুর রহমান।

অপরদিকে পুমদী ইউনিয়নের আতিয়া গ্রামে সপ্তম শ্রেণির ছাত্রীর (১৪) সাথে পাশের আড়াইবাড়িয়া ইউনিয়নের রাজন মিয়ার বিয়ের আয়োজন করা হয়।

বাল্যবিয়ের আয়োজন করায় কনের পিতাকে দুই হাজার টাকা জরিমানা এবং কনের পিতা-মাতাকে বাল্যবিয়ের কুফল বুঝিয়ে মেয়ের বয়স ১৮ না হলে বিয়ে দেওয়া হবে না, এ শর্তে বিয়ে বন্ধ করে দেন সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর