কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ডাক কর্মচারীদের অবস্থান কর্মসূচি

 স্টাফ রিপোর্টার | ৮ এপ্রিল ২০১৮, রবিবার, ৪:৩৬ | কিশোরগঞ্জ সদর 


সম্মানী ভাতা বাড়ানোর দাবিতে কিশোরগঞ্জে ডাকঘরে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ডাক বিভাগের অবিভাগীয় (ই.ডি) কর্মচারীরা। রোববার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শহরতলীর কদমতলা এলাকার বিভাগীয় ডাক কার্যালয়ের সামনে বাংলাদেশ পোস্টাল ই.ডি. কর্মচারী ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখা এই কর্মসূচি পালন করে।

কর্মসূচি চলাকালে সংগঠনের জেলা শাখার সভাপতি মো. আবুল হাসেম ভূইয়া, সহ-সভাপতি বশির আহমেদ, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. আবু বাক্কার সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, প্রচার সম্পাদক আজিজুল হক ও কোষাধ্যক্ষ এখলাছ উদ্দিন বক্তব্য রাখেন।

কর্মসূচি থেকে বক্তারা বাংলাদেশ ডাক বিভাগের ২ হাজার ২৬০টাকা সম্মানী ভাতার গ্রামীণ ডাকঘরে কর্মরত অবিভাগীয় (ই.ডি) কর্মচারীদের সর্বনিম্ন ৬ হাজার ৮শ’ টাকা সম্মানী ভাতা করার দাবি জানান।

কর্মসূচিতে জেলার ২১৬টি ডাকঘরে কর্মরত ই.ডি কর্মচারীরা অংশগ্রহণ করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর