কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নারায়ণগঞ্জে মসজিদ ট্রাজেডি: মারা গেছেন পাকুন্দিয়ার শেখ ফরিদ

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১০ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার, ৬:২৫ | বিশেষ সংবাদ 


অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন শেখ ফরিদ। গত ৬ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইন্সটিটিউটে চিকিৎসীন অবস্থায় মারা যান তিনি।

বিকাল ৬টার দিকে শেখ ফরিদ মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন তাঁর মামা মো. সোহাগ মিয়া।

গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজ পড়তে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হন শেখ ফরিদ।

এরপর থেকে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ইন্সটিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। আগুনে তার শরীরের প্রায় পুরো অংশই পুড়ে গিয়েছিল।

সেখানে গত ৬ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেখ ফরিদ।

শেখ ফরিদ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের চরপাড়াতলা গ্রামের এমদাদুল হকের ছেলে। তিনি নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরত ছিলেন।

পাঁচ ভাই-বোনের মধ্যে সবার বড় ছিলেন শেখ ফরিদ। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

তাঁর এমন মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর