কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদী রক্তদান সমিতিকে জেলা পরিষদের অনুদান প্রদান

 মো. রফিকুল হায়দার টিটু, কটিয়াদী | ১০ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার, ১০:৪৩ | সংগঠন সংবাদ 


কিশোরগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কটিয়াদী রক্তদান সমিতিকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে পনেরো হাজার টাকার অনুদান চেক হস্তান্তর করেন জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট জিল্লুর রহমান।

এ সময় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও দৈনিক শতাব্দীর কন্ঠ সম্পাদক আহমেদ উল্লাহ, কটিয়াদী রক্তদান সমিতি'র প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম, স্বেচ্ছাসেবক কবি আব্দুল্লাহ আল মামুন, চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, ছাত্রনেতা সাকিবুল হাসান সোহাগ প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কটিয়াদী রক্তদান সমিতি মুমূর্ষ রোগীদের স্বেচ্ছায় বিনামূল্যে নিরাপদ রক্ত সরবরাহ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচী, পরিচ্ছন্নতা কর্মসূচী, শীতবস্ত্র বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, ঈদ উপহার বিতরণ, পূজায় উপহার বিতরণ, প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ ও খাদ্যসামগ্রী বিতরণ, সামাজিক সমস্যা রোধে সভা-সেমিনার আয়োজন, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন, খেলাধুলা ও চিত্তবিনোদনের ব্যবস্থা করে থাকে।

এছাড়া করোনা প্রতিরোধে সংগঠনটি বিগত ১৫ মার্চ থেকে অদ্যাবধি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

এর মধ্যে কর্মহীন এক হাজার শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পনেরো হাজার মানুষের মাঝে লিফলেট বিতরণ, বিভিন্ন এলাকায় মাইকিং, দুইশত মসজিদ-মন্দিরে সাবান ও সাবানদানী বিতরণ, ছয়শত শ্রমজীবী মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ডওয়াশ বিতরণ, কটিয়াদী বাজারের চারশত দোকানে সুরক্ষা বৃত্ত অংকন, পৌরসদরসহ বিভিন্ন গ্রামে জীবানুনাশক স্প্রে, ধান কাটা মৌসুমে একশত কৃষকের মাঝে কাচি ও পতিত জমি আবাদে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সবজি বীজ বিতরণ, রোজায় দুইশত শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ, ঘরে বসে স্বাস্থ্য সেবা পেতে টেলিমেডিসিন সেবা প্রদান, একশত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, একশত হতদরিদ্র পরিবারের মাঝে প্রাথমিক চিকিৎসা সামগ্রী ও জরুরী ওষুধ বিতরণ, বাজার ও বিভিন্ন গ্রামে অভূক্ত কুকুরকে খাদ্যের ব্যবস্থা করেছে।

সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ এ দূর্যোগ মোকাবেলায় নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর