কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঘাগড়া নব জাগরণ তরুণ সংঘ’র আত্মপ্রকাশ

 জাহিদ হাসান মুক্তার, পাকুন্দিয়া | ১৯ সেপ্টেম্বর ২০২০, শনিবার, ১:৩০ | সংগঠন সংবাদ 


কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের ঘাগড়া গ্রামের অর্ধশত যুবক একত্রিত হয়ে ‘ঘাগড়া নব জাগরণ তরুণ সংঘ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করেছে।

সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ঘাগড়া হাজারী বাড়ি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত পরিচিতি সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী এম.এম.কে এন্ড কোং এর স্বত্ত্বাধিকারী মো. আজমল খাঁন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চণ্ডিপাশা ইউপির সাবেক চেয়ারম্যান মো. মঈন উদ্দিন ও পুলেরঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. মোকাররম হোসেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে কিশোরগঞ্জের ক্রাউন সিমেন্টের এক্সক্লুসিভ ডিলার মো. বদরুল আলম বকুল, কিশোরগঞ্জ শহরের ‘মামিয়া চয়েজ’ এর স্বত্ত্বাধিকারী শফিউল আলম আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ আলম খোকন। অনুষ্ঠান পরিচালনা করেন আ. মোমেন মাষ্টার ও রমিজ আহম্মেদ রিটন।

এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সকল সদস্যদের নিয়ে ভাঙ্গা রাস্তা মেরামতের মাধ্যমে সংগঠনটি তাদের স্বেচ্ছাসেবী কার্যক্রমের উদ্বোধন করেন।

সংশ্লিষ্টরা জানান, ‘ঘাগড়া নব জাগরণ তরুণ সংঘ’ নামে এই সামাজিক সংঠনের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামের অসহায়, গরীব ও এতিমদের নিয়ে কাজ করা। মানুষের চলাচলে সমস্যা হয় এমন রাস্তা-ঘাট মেরামত করে দেওয়া।

এছাড়া স্বেচ্ছায় মুমূর্ষ রোগীকে রক্ত দেওয়া ছাড়াও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর