kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

১২ জুনিয়র বৃত্তির ১১টিই মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতনের স্টাফ রিপোর্টার | ১০ এপ্রিল ২০১৮, মঙ্গলবার, ১২:০৬ | শিক্ষা  


ইটনা কেন্দ্রের জেএসসি পরীক্ষার্থীদের মোট ১২জন এবার জুনিয়র বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৫জন ট্যালেন্টপুল এবং ৭ জন সাধারণ বৃত্তি পেয়েছে। এই ১২টি জুনিয়র বৃত্তির ১১টিই পেয়েছে মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতন। এর মধ্যে ৫টি ট্যালেন্টপুল বৃত্তির ৫টিই এবং ৭টি সাধারণ বৃত্তির ৬টি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লাভ করেছে। বাকি একটি সাধারণ বৃত্তি লাভ করেছে জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি থেকে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলো, এহসানুল হক অভি, জিসান ঠাকুর, আমান উল্লাহ, এমরান মিয়া ও ঈশা রায়। এছাড়া সাধারণ বৃত্তিপ্রাপ্তরা হলো, প্রমি আক্তার, সুইটি আক্তার সুবর্ণা, উল্লাস সাহা অভি, শাহারিয়া জামান, মো. মেহেদী হাসান ও প্রাচী রায় পুতুল।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আবুবক্কর ছিদ্দিক জানান, বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি ও সদস্যগণ, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার কারণে এই সাফল্য এসেছে। আগামী দিনে আরো ফলাফল করার জন্য তারা প্রয়াস চালিয়ে যাবেন।
[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবরসেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ