কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জের গর্ব ওসি জামাল উদ্দিন মীরের তৎপরতায় মা-বাবার কাছে শিশু অনিকা

 মো. ইব্রাহিম হোসেন, স্টাফ রিপোর্টার, ঢাকা | ১০ এপ্রিল ২০১৮, মঙ্গলবার, ১:২৯ | রকমারি 


কিশোরগঞ্জের কৃতী সন্তান মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন মীর এর দায়িত্ববোধে তিন ঘন্টার মধ্যে মা-বাবার কোল ফিরে পেয়েছে পাঁচ বছরের শিশু অনিকা। পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ এই পুলিশ কর্মকর্তা এর মাধ্যমে আবারো মানবিকতা ও দায়িত্ববোধের স্বাক্ষর রাখলেন।

রাজধানীর মোহাম্মদপুর থানার সাতমসজিদ রোডের মাদরাসার কাছে কয়েকজন লোক শিশু অনিকাকে পেয়ে সোমবার (৯ এপ্রিল) রাতে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করেন। পরে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন মীর-এর সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় শিশু অনিকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেন থানার পরিশ্রমী সাহসী পুলিশ অফিসার এএসআই শেখ রাসেল। অনিকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়ার সাথ সাথে ভাইরাল হয়ে খবরটি ছড়িয়ে পড়ে।

ফেসবুকে মেয়ের ছবি দেখে শিশুটির মা-বাবা ছুটে যান মোহাম্মদপুর থানায়। পরে পরিচয় নিশ্চিত হয়ে শিশু অনিকাকে তার মা-বাবার নিকট হস্তান্তর করা হয়। মোহাম্মদপুর থানা পুলিশের নিকট থেকে শিশুটিকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা। শিশু অনিকার মা- বাবা বলেন, পুলিশ যে জনগণের বন্ধু সেটা আজ বুঝতে পারছি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর