কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অষ্টগ্রামে সেই পাগলীটা মা হয়েছে, বাবার খবর জানে না কেউ

 স্টাফ রিপোর্টার | ১০ এপ্রিল ২০১৮, মঙ্গলবার, ৫:০২ | অষ্টগ্রাম 


অবশেষে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রামে আশ্রিত মানসিক ভারসাম্যহীন নারীটি। নাম-ঠিকানাহীন এই নারী মঙ্গলবার সকালে ফুটফুটে কন্যা সন্তানটির জন্ম দেন। পূর্ব অষ্টগ্রামের মালা বেগমের বাড়িতে সকাল সাড়ে ১০টার দিকে সুতীব্র চিৎকারে নবজাতক শিশুটি জানায় পৃখিবীতে তার আগমনবার্তা। যদিও নিষ্পাপ এই শিশু জানে না, কে তার বাবা?

স্থানীয়রা জানান, বছর তিনেক আগে অষ্টগ্রামে প্রথম দেখা যায় মানসিক ভারসাম্যহীন এই নারীকে। এরপর থেকে পূর্ব অষ্টগ্রাম এলাকাই হয়ে ওঠে তার আশ্রয়স্থল। এ বাড়ি সে বাড়ি, খোলা আকাশের নীচে রাত কাটতো তার। নারীটির মানসিক ভারসাম্যহীনতার সুযোগ নিয়ে উদ্যত হাত বাড়ায় ধর্ষক। এর মাঝেই অন্ত:সত্ত্বা হয়ে পড়েন এই নারী। মানসিক ভারসাম্যহীনতার কারণে এই নারী জানাতে বা বোঝাতে পারেননি, তার অনাগত সন্তানের জন্মদাতা কে?

এ রকম পরিস্থিতিতে মঙ্গলবার সকালে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। মানসিক ভারসাম্যহীন এই নারীর সন্তান হওয়ার খবরে মালা বেগমের বাড়িতে ভীড় করছে এলাকাবাসী। এরই মধ্যে শিশুটিকে দত্তক নেয়ার জন্যও অনেকে আগ্রহ প্রকাশ করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর