কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


রাষ্ট্রপতির স্বপ্নের অলওয়েদার সড়ক ঘুরে দেখলেন আইজিপি বেনজীর আহমেদ

 বিজয় কর রতন, মিঠামইন | ১ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ১০:৪৫ | বিশেষ সংবাদ 


বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) কিশোরগঞ্জের হাওরের বুক চিড়ে নির্মিত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্বপ্নের অলওয়েদার সড়ক পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (পহেলা অক্টোবর) বিকালে তিনি মিঠামইন উপজেলা সফরে এসে সড়কটির বিভিন্ন অংশ পরিদর্শন করেন।

এছাড়া আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) মিঠামইনের কামালপুর গ্রামে মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে যান। সেখানে তিনি কিছু সময় কাটান।

এর আগে তিনি দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরে অবতরণ করেন। সেখানে উপজেলা খেলার মাঠে গার্ড অব অনার গ্রহণ করেন।

পরে নিকলী বেড়িবাঁধের পাশে ঘোড়াউত্রা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন। নিকলী থেকে তিনি স্টিমারযোগে নৌপথে সফরসঙ্গীদের নিয়ে মিঠামইনের উদ্দেশ্যে রওনা দেন।

মিঠামইনে রাত্রিযাপন শেষে শুক্রবার (২রা অক্টোবর) আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর ঢাকায় ফেরার কথা রয়েছে।

আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর সফর সঙ্গী হিসেবে রয়েছেন, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), ডিএমপির তেজঁগাও জোনের ডিসি হারুন অর রশিদ বিপিএম (বার), পিপিএম (বার) সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অন্যদিকে নিকলী ও মিঠামইনে কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর নেতৃত্বে জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাগণ আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) কে অভ্যর্থনা জানান।

এছাড়া মিঠামইনে মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান, জেলা পরিষদের সদস্য সমীর কুমার বৈষ্ণব, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম মিয়া প্রমুখ ছাড়াও মিঠামইন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

অন্যদিকে নিকলীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন মুন্না, উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল কুদ্দুছ জনি, সদর  ইউপি চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমদ তুলিপ প্রমুখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর