কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে জুয়ার আসরে র‌্যাবের অভিযান, পাঁচ জুয়াড়ি আটক

 স্টাফ রিপোর্টার | ৩ অক্টোবর ২০২০, শনিবার, ১১:৪৭ | ভৈরব 


কিশোরগঞ্জের ভৈরবে জুয়ার আসরে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান পরিচালনা করে নগদ ৮ হাজার টাকা, তাস ও জুয়া খেলার হিসাবের খাতাসহ পাঁচ জুয়াড়িকে আটক করেছে।

শনিবার (৩ অক্টোবর) বিকালে ভৈরব বাজারের বটতলা রোড এলাকার রহিম বেকারীর তিন তলার বাসার তৃতীয় তলার একটি কক্ষে বসানো জুয়ার আসরটিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

র‌্যাবের হাতে আটক হওয়া পাঁচ জুয়াড়ি হচ্ছে, মনির আহাম্মেদ (৫৬), হুমায়ুন কবির (৫৫), আনোয়ার হোসেন (৫৫), মো. জাকির হোসেন (৫০) ও মো. হুমায়ুন কবির (৫৭)।

তাদের মধ্যে মনির আহাম্মেদ ভৈরবের ভৈরবপুর এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে, হুমায়ুন কবির একই এলাকার মৃত আব্দুল আউয়াল মিয়ার ছেলে, আনোয়ার হোসেন একই এলাকার মৃত মতিউর রহমানের ছেলে, মো. জাকির হোসেন পঞ্চবটি নতুন রাস্তা এলাকার মৃত জজ মিয়ার ছেলে এবং মো. হুমায়ুন কবির লক্ষীপুর এলাকার মৃত নূরুল ইসলাম মিয়ার ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এই অভিযানে নেতৃত্ব দেন।

র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, শনিবার (৩ অক্টোবর) বিকাল পৌনে ৫টার দিকে ভৈরব বাজারের বটতলা রোড এলাকার রহিম বেকারীর তিন তলার বাসার তৃতীয় তলার একটি কক্ষে বসানো জুয়ার আসরটিতে তারা অভিযান পরিচালনা করেন।

অভিযানে নগদ ৮ হাজার টাকা, তাস ও জুয়া খেলার হিসাবের খাতাসহ পাঁচ জুয়াড়ি মনির আহাম্মেদ, হুমায়ুন কবির, আনোয়ার হোসেন, মো. জাকির হোসেন ও মো. হুমায়ুন কবির কে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর