কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুর রহমান সরকার শুদ্ধাচার পুরস্কারে মনোনীত

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ৪ অক্টোবর ২০২০, রবিবার, ৬:৩৫ | হোসেনপুর 


কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির হোসেনপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. আব্দুর রহমান সরকার জাতীয় শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।

গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর পরিচালক (প্রশাসন) ঢালী ইউসুফ আহমেদ এর স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করেন।

জানা গেছে, ২০১৯-২০২০ অর্থ বছরের বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিদ্যুৎখাতে বিশেষ কর্মদক্ষতার জন্য সারা দেশে ৮০ জন কর্মকর্তা এ শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হন।

আবদুর রহমান সরকার ২০১৯ সালের ৩০ জানুয়ারি কিশোরগঞ্জ জেলার পল্লী বিদ্যুৎ সমিতির হোসেনপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে যোগদান করেন।

এরপর থেকে কর্মক্ষেত্রে অত্যন্ত দক্ষতা ও সততার সাথে কাজ করে তিনি হোসেনপুর জোনাল অফিসকে দালালমুক্ত গ্রাহকবান্ধব হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে আসছেন। একই সাথে বিদ্যুৎ সরবরাহে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

এ পুরস্কার তাঁকে কাজের প্রতি আরো বেশি দায়বদ্ধ করেছে উল্লেখ করে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর