কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


প্রতিকারহীন ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে কিশোরগঞ্জ সুহৃদের প্রতিবাদী মানববন্ধন

 স্টাফ রিপোর্টার | ৮ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ২:০৪ | কিশোরগঞ্জ সদর 


‘ধর্ষণ-নিপীড়নে বিবস্ত্র দেশ, হে সময় নাও ফের যোদ্ধার বেশ’ স্লোগানকে সামনে রেখে প্রতিকারহীন ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সমকাল সুহৃদ সমাবেশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত জেলা শহরের কালীবাড়ী মোড়ে প্রতিবাদী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে সমকাল সুহৃদ সদস্যরা ছাড়াও শহরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সমকাল সুহৃদ সমাবেশ কিশোরগঞ্জের সভাপতি ডা. দীন মোহাম্মদ।

এতে সমকালের স্টাফ রিপোর্টার সাইফুল হক মোল্লা দুলু, ছড়াকার ও মুক্তিযুদ্ধের গবেষক জাহাঙ্গীর আলম জাহান, জেলা পরিষদ সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সি, নাট্যকর্মী আবদুল ওয়াহাব, কবি আমিনুল ইসলাম সেলিম, কবি বিপুল মেহেদী, নাট্যকর্মী ইলিয়াস কাঞ্চন, সমাজকর্মী সৈয়দ রেজওয়ান উল্লাহ বাশার এবং সুহৃদ সদস্যদের মধ্যে জহিরুল ইসলাম, আল আমিন, শরীফুল ইসলাম মুন্না, তানিয়া আক্তার শ্রাবণ, মোবাশ্বের নূর আদিব, শেখ রিগ্যান, রনি দাস, শিশির বিনতে ইলমা, আলমগীর হোসেন, মো. বায়েজিদ প্রমুখ বক্তব্য রাখেন।

কর্মসূচি সঞ্চালনা করেন সুহৃদ সমাবেশ কিশোরগঞ্জের সাধারণ সম্পাদক আসলামুল হক আসলাম।

কর্মসূচি থেকে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর