কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে যৌতুকের জন্য স্ত্রী হত্যা, সাড়ে ৭ মাস পর ঘাতক স্বামী গ্রেপ্তার

 বিশেষ প্রতিনিধি | ১০ অক্টোবর ২০২০, শনিবার, ৬:০৫ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জে যৌতুক না পেয়ে ছুরিকাঘাতে স্ত্রী জোসনা বেগম (৫০) কে হত্যার পর সাড়ে সাত মাসেরও বেশি সময় পালিয়ে থেকেও রেহাই পায়নি ঘাতক স্বামী চাঁন মিয়া (৫৫)। কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের এক সফল অভিযানে শনিবার (১০ অক্টোবর) গ্রেপ্তার হয়েছে সে।

ভোরে মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (কমিউনিটি পুলিশিং এন্ড ইন্টিলিজেন্স) জয়নাল আবেদীনের নেতৃত্বে পুলিশ চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া ঘাতক চাঁন মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পূর্ব ভরাটি গ্রামের মৃত আমির আলীর ছেলে।

অন্যদিকে নিহত জোসনা বেগম একই ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামের মৃত আব্দুর রশিদের মেয়ে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম স্ত্রী হন্তারক চাঁন মিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম জানান, পারিবারিক কলহের জের ধরে গত ২৩ ফেব্রুয়ারি বিকাল ৫টার দিকে চাঁন মিয়া তার স্ত্রী জোসনা বেগমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ঘটনাস্থলেই হত্যা করে। স্ত্রীকে হত্যার পর পরই চাঁন মিয়া পালিয়ে যায়।

এ ঘটনায় পরদিন ২৪ ফেব্রুয়ারি নিহতের ছোট ভাই মো. আলাল মিয়া বাদী হয়ে ভগ্নিপতি চাঁন মিয়াকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

এদিকে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ সূত্র জানায়, ঘটনার পর থেকেই পুলিশ তাকে ধরতে তৎপরতা শুরু করে। কিন্তু সে অত্যন্ত ধূর্ত প্রকৃতির হওয়ায় কৌশলে পুলিশের চোখকে ফাঁকি দেয়ার চেষ্টা করে আসছিল।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর সার্বিক নির্দেশনায়, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ারের সার্বিক সহযোগিতায় এবং ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (কমিউনিটি পুলিশিং এন্ড ইন্টিলিজেন্স) জয়নাল আবেদীন আসামিকে ধরতে তৎপরতা অব্যাহত রাখেন।

দীর্ঘ প্রচেষ্টা এবং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অবশেষে চট্টগ্রামের পটিয়ায় চাঁন মিয়ার অবস্থান সনাক্ত করে পুলিশ।

অবস্থান নিশ্চিত হওয়ার পর সে অনুযায়ী শনিবার (১০ অক্টোবর) ভোর ৪টার দিকে চট্টগ্রামের পটিয়ায় অভিযান পরিচালনা করে ঘাতক চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ধ্যায় তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় আনা হয়।

তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (কমিউনিটি পুলিশিং এন্ড ইন্টিলিজেন্স) জয়নাল আবেদীন জানান, এ ব্যাপারে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর