কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদী পাইলট মডেলের ৬৪ জিপিএ-৫, ৫০ বৃত্তি, আনন্দ র‌্যালি

 মো. রফিকুল হায়দার টিটু, স্টাফ রিপোর্টার, কটিয়াদী | ১১ এপ্রিল ২০১৮, বুধবার, ৪:২৫ | শিক্ষা  


কটিয়াদী পাইলট মডেল (প্রস্তাবিত সরকারি) উচ্চ বিদ্যালয় জেএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় শীর্ষস্থান অধিকার করায় বুধবার ছাত্রছাত্রী ও শিক্ষকেরা এক আনন্দ র‌্যালি বের করেন। র‌্যালিতে নেতৃত্ব দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ ও পরিচালনা কমিটির সদস্য শফিকুর রহমান মোগল।
জানা যায়, সদ্য প্রকাশিত জেএসসি বৃত্তির ফলাফলে ওই বিদ্যালয় থেকে ২১জন ট্যালেন্টপুলে এবং ২৯জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এ বছর জেএসসিতে এই বিদ্যালয় থেকে ৬৪ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ৫০জন বৃত্তি পেয়েছে। জেএসসিতে পাশের হার ছিল ৯০ ভাগ।

শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও বিদ্যালয়টির রয়েছে খ্যাতি ও সুনাম। সদ্য সমাপ্ত জাতীয় বিজ্ঞান মেলায় বিদ্যালয়টি জেলায় চ্যাম্পিয়ান হয়। এ বছর উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ। তাছাড়া গত ২০১৬-২০১৭ সালেও বিদ্যালয়টি উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি লাভ করে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর