কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বাজিতপুরে রোপা পদ্ধতিতে ভূট্টা চাষ প্রদর্শণীর মাঠ দিবস

 বাজিতপুর প্রতিনিধি | ১১ এপ্রিল ২০১৮, বুধবার, ৬:৩৮ | কৃষি 


বাজিতপুরে কৃষক পর্যায়ে রোপা পদ্ধতিতে ভূট্টা চাষ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার বলিয়ার্দী ইউনিয়ন পরিষদ চত্বরে বাংলাদেশ কৃষি গবেষণা ফাউন্ডেশন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মাঠ দিবসের আয়োজন করে।

মাঠ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

এতে প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ ড. এস এম নাজমুল ইসলাম। প্রধান অতিথির বক্তৃতায় কৃষিবিদ ড. এস এম নাজমুল ইসলাম বলেন, ধানের পাশাপাশি রোপা পদ্ধতিতে ভূট্টা চাষ করে এখানকার কৃষকেরা লাভবান হচ্ছেন। ফলে এটি হাওর এলাকার কৃষি ক্ষেত্রে সম্ভাবনার এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।

মাঠ দিবসের অনুষ্ঠানে জানানো হয়, বাজিতপুর উপজেলার হাওর অধ্যুষিত ইউনিয়ন দিঘীরপাড়, মাইজচর, বলিয়ার্দী, কৈলাগ, দিলালপুর ও হুমায়ুনপুর এলাকায় ১২শ’ হেক্টর জমিতে কৃষকেরা এ বছর ভূট্টা চাষ করেছেন। প্রতি হেক্টর জমিতে ৮০-১০০মণ হারে ভূট্টার ফলন হয়েছে। প্রতি মণ শুকনা ভূট্টা ৮শ’ টাকা করে কৃষকেরা বিক্রি করতে পারছেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ড. ওয়াইজ কবির, ড. আব্দুল মুঈদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিশোরগঞ্জের উপ-পরিচালক মো. সফিকুল ইসলাম, কৃষিবিদ পরিতোষ কুমার দাস, মো. সাইফুল ইসলাম, বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহাম্মেদ, বাজিতপুর উপজেলা কৃষি কর্মকর্তা এ বি এম রকিবুল হাসান, কৃষক মো. ইধন মিয়া, কৃষাণি আকলিমা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

মাঠ দিবসের অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী উপজেলা কৃষি অফিসার ফারুক আহম্মেদ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর